আধুনিক যুগে ইনফরমেশন শেয়ার হবে আধুনিক পদ্ধতিতে
ডিজিটাল ভিজিটিং কার্ড
আমরা অনেকেই হয়ত এখনো প্রফেশনাল ভাবে আমাদের তথ্য শেয়ারের জন্য কাগজের প্রিন্টেড বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড ব্যবহার করি। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই বিজনেস/ভিজিটিং কার্ড প্রয়োজনে আমাদের খুব একটা কাজে আসে না, তার কারন হল আমরা এই বিজনেস/ভিজিটিং কার্ড ফেলে দেই অথবা হারিয়ে ফেলি।
এছাড়াও কাজগের প্রিন্টেড বিজনেস/ভিজিটিং কার্ডে খুব কম তথ্যই শেয়ার করা যায়। ফলে বিজনেস সম্পর্কে বা নিজের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ন তথ্যই অন্যদের সামনে উপস্থাপন করা সম্ভব হয় না।
এই সমস্যা সমাধানে ডিজিটাল ভিজিটিং কার্ড নিয়ে এসেছে অভিনব এক অত্যাধুনিক সমাধান – NFC/QR স্মার্ট বিজনেস/ভিজিটিং কার্ড